Tuesday, August 9, 2016

কম্পিউটারের কীবোর্ডে , PC কীবোর্ড


কীবোর্ড (Keyboard) একটি ইনপুট ডিভাইস। যাতে 'কী' বা বোতাম থাকে  যা মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কোনও কিছু লিখতে গেলে অথবা কম্যান্ড দিতে গেলে আমরা এর ব্যবহার করি। এই সব কী -তে চাপ দিয়ে কম্পিউটারে ডাটা এন্টার করা হয়। বর্তমানে টাচ স্ক্রিনের যুগ হলেও এখনও কি বোর্ডের ব্যবহার সর্বাধিক ও এর গুরুত্ব অনস্বীকার্য। সাধারণত কি বোর্ডে ৮৪ থেকে ১০১টি বোতাম রয়েছে। আবার কোনও কোনও কি বোর্ডে ১০১ থেকে ১০৫টি বোতামও থাকে। [ কম্পিউটার এর বিভিন্ন অংশ ও তার ব্যবহার ]
কম্পিউটারের কীবোর্ডে , PC কীবোর্ড

কীবোর্ডের প্রকারভেদ-

ব্যবহারের উপর ভিত্তি করে কি বোর্ডকে মোটামুটি ৫টি ভাগে ভাগ করা যায়। যথা-
  • ফাংশন কি (Function Key),
  • অ্যারো কি (Arrow Key), 
  • আলফাবেটিক কি (Alphabet Key),
  • লজিক্যাল কি (Logical Key) এবং
  • স্পেশাল কি (Special Key)।

ফাংশন কি (Function Key)

কি বোর্ডের (Keyboard) এর একেবারে উপরে রয়েছে F1, F2,F3 ...... F12 বোতামগুলি। এই ১২ টি কী গুলিকে বলে ফাংশন কি বলে। যেমন কোন প্রোগ্রামের জন্য help, অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কী এর ব্যবহার করা হয়
এটিও পড়ুন -মাউস ছাড়াই কম্পিউটার ব্যবহার করুন ১০০ % মাউসের বিকল্প কী বোর্ড

অ্যারো কি (Arrow Key)

কী বোর্ডের ডান দিকে নিচে পৃথক ভাবে চারটি কী আছে। কোন কোন কী বোর্ডে উপরের দিকেও থাকে। কীগুলোর উপরে অ্যারো বা তীর চিহ্ন দেওয়া থাকে। যা দিয়ে খুব সহজেই কার্সরকে ডানে, বামে, উপরে এবং নীচে সরানো যায়। এগুলিকে আবার এডিট কীও বলে। কারণ টেক্স এডিট করার কাজেও এ কীগুলো ব্যবহার করা হয়।

আলফাবেটিক কি (Alphabet Key)

কী বোর্ডের যে অংশে ইংরেজী বর্ণমালা A খেকে Z পর্যন্ত অক্ষরগুলো সাজানো থাকে অর্থাৎ ইংরেজির বর্ণমালা সমৃদ্ধ বোতামগুলিকে একত্রে বলে আলফাবেটিক কি।

নিউমেরিক কী বা লজিক্যাল কী

কীবোর্ডের ডানদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা লেখা যে কীগুলো রয়েছে তাকে নিউমেরিক কী বলে। এখানে +, -, *, / প্রভৃতি অ্যারিথমেটিক অপারেটর থাকে। এছাড়াও <, >, = লজিক্যাল অপারেটরগুলো কী বোর্ডে থাকে।
স্পেশাল কি (Special Key)কী বোর্ডের উল্লেখিত কী গুলো ছাড়া কী-বোর্ডের অন্যান্য কী সমূহ কোন না কোন বিশেষ কার্য সম্পাদন করে বলে এদেরকে বিশেষ কী বলা হয় । Esc, Tab, Caps Lock, Shift, Alt, Enter এগুলি হল স্পেশাল কি।
কম্পিউটারের বিশেষ কী গুলির ব্যবহার জেনে নিন

  • Esc : এই কী এর সাহায্যে কোন নির্দেশ বাতিল করতে হয়।
  • Tab : পর্দায় প্যারাগ্রাফ, কলাম, নম্বর, অনুচ্ছেদ শুরুর স্থান ইত্যাদি প্রয়োজন অনুযায়ী প্রস্তুতের জন্য এই কী ব্যবহার করা হয়।
  • Caps Lock : এই কী ব্যবহার করে ইংরেজী ছোট হাতের ও বড় হাতের লেখা টাইপ করা হয়।
  • Shift : একই ওয়ার্ডের মধ্যে বা শুরুতে বড় ও ছোট অর টাইপ করতে এই কী ব্যবহার করা হয়। যেমন : Kolkata, India শব্দ দু’টি লিখতে প্রথম শিফ্ট (Shift Key) কী চেপে ধরে এবং পরের অক্ষর গুলো শিফ্ট কী (Shift Key) ছেড়ে দিয়ে লিখতে হবে। এছারা বাংলা অক্ষর বা বর্ণমালা লেখার ক্ষেত্রে অক্ষর বিন্যাস্ত কী এর উপরের ও নীচের লেখা টাইপের জন্য এই কী ব্যবহার করা হয়। এছাড়া শিফ্ট কী এর সাথে ফাংশন কী চেপে কম্পিউটারকে বিভিন্ন কমান্ড দেওয়া হয়।
  • Ctrl : এই কী এর সাথে বিশেষ কী একসাথে চেপে কমান্ড দেওয়া হয়। ব্যবহারকারীর সুবিধার জন্য কীবোর্ডের ডানে ও বামে এই কী ২টি থাকে।
  • Alt : বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নির্দেশ দেওয়ার জন্য এই কী ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন কমান্ড তৈরী করা যায়।
  • Enter : কম্পিউটারকে কোন নির্দেশ দিয়ে তা কার্যকর করতে এই কী ব্যবহার হয়। লেখা লেখির জন্য নতুন প্যারা তৈরী করতেও এই কী ব্যবহার করা হয়।
  • Pause Break : কম্পিউটারে কোন লেখা যদি দ্রুত গতির জন্য পড়তে অসুবিধা হয় তা হলে এই কী চেপে তা পড়া যায়।
  • Print Screen: কম্পিউটারের পর্দার দৃশ্যত যা কছিু থাকে তা সব প্রিন্ট করত চাইলে এই কী ব্যবহার করতে হয়।
  • Delete : কোন বাক্য, অর বা কোন লেখাকে মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়
  • Home : এই কী ব্যবহার করে কার্সারকে পাতার প্রথমে আনা হয়।
  • End : এই কী চাপলে কার্সার বা পয়েন্টার যেখানেই থাকুক না কেন টেক্স বা পাতার শেষে চলে আসবে।
  • Page Up : এই কী ব্যবহার করে কার্সারকে উপরের দিকে উঠানো হয়।
  • Page Down : এই কী ব্যবহার করে কার্সারকে নীচের দিকে নামানো হয়।
  • Insert : কোন লেখার মাঝে কোন কিছু লিখলে তা সাধারণত লেখার ডান দিকে লেখা হয়, কিন্তু এই কী চেপে লিখলে তা পূর্ববর্তী বর্ণের উপরে ওভার রাইটিং হয়। কাজ শেষে আবার এই কী চাপলে তা পূর্বের অবস্থায় ফিরে আসে।
  • Back Space : কোন লেখার পিছনের অংশ মুছে ফেলতে এই কী ব্যবহার করা হয়।
  • Space Bar : কী বোর্ডের কীগুলোর মধ্যে এই কী টি সবচেয়ে লম্বা কোন বাক্য লেখার সময় শব্দ গুলোর মাঝে ফাঁকা করার জন্য এই কী ব্যবহার করা হয়।
  • Num Look : এই কী চাপা থাকলে ডান দিকের কী গুলো চালু হয়।

মাল্টিমিডিয়া কী

এছাড়া মাল্টিমিডিয়া কীবোর্ডে আরও ৪ টি কী থাকেঃ
  • Stand by Mood: এই কী চেপে রাখলে কম্পিউটার চালু থাকবে কিন্তু মনিটর বন্ধ হয়ে যাবে।
  • Mail key : এই কী চেপে আউটলুক এক্সপ্রেস চালু হয় এবং তা দিয়ে মেইল পাঠানো যায়। তবে ইন্টারনেট চালু থাকতে হবে।
  • Web key : এই কী ব্যবহার করে সরাসরি ওয়েব ব্রাউজার ওপেন করা যায়। এবং ইন্টারনেট ব্রাউজ করা যায়।
  • Start Menu key: এই কী চেপে ষ্ট্যাট মেনু ওপেন করা যায় এবং প্রয়োজনীয় কমান্ড করা যায়।
Previous Post
Next Post

0 comments: