Sunday, November 29, 2015

Windows 7 জেনুইন করার সহজ একটি টিপস !


Windows 7 ( উইন্ডোজ সেভেন ) এর বাবহারকারীরা যারা Windows genuine (The copy of Windows is not genuine ) সমস্যায় পড়েছেন অর্থাৎ Screen কালো হয়ে যাওয়া Wallpaper পরিবর্তন করলে কিছুক্ষণ পর আবার কালো হয়ে যায় । [ ৪০০ অক্ষরের কন্টেন্ট লিখে ডলার কামিয়ে নিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ]
উইন্ডোজ সেভেন

Windows 7 সেটআপ দেবার একমাসের ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে গেছে? উইন্ডোজ স্টার্টআপের সময় উইন্ডোজ একটিভেশনের ম্যাসেজ আসে ? আপনার কম্পিউটারের ডেস্কটপের নিচে ডার কোনায় উইন্ডোজ নট জিনুইন লেখা আসছে ? আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে?[ আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে ]

এরকম হাজারো সমস্যায় পড়তে হয় তখন আবার পুনরায় নতুন করে Windows ইন্সটল করা ছাড়া উপায় থাকে না । আর হ্যাঁ কিন্তু এ সময় serial key দিলেও কাজ হয় না । এই সমস্যা দূর করার জন্যই আজাকের এই পোস্ট, এই সমস্যাটি Windows 7 Loader নামক সফটওয়্যার দ্বারা সহজেই উপরোক্ত সমস্যা গুলি নিরাময় করতে পারি। [ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায় ]

আপানকে যা যা করতে হবে ?

সফটওয়্যার টি ডাবল ক্লিক করে ওপেন করুন , এবং নিচের দিকে Advance option দেখবেন এখানে Select করে ডানপাশের থেকে যে ল্যাপটপ এর সিরিয়াল ও সার্টিফিকেট চান সেটি সিলেক্ট করে ইন্সটল করে Restart করুন এবং দেখুন আপনার PC Registration হয়ে গেছে ।
ডাউনলোড লিঙ্ক 
Supported operating systems

 Supported operating systems

  • Windows 7 Starter
  • Windows 7 Starter E
  • Windows 7 Home Basic
  • Windows 7 Home Premium
  • Windows 7 Home Premium E
  • Windows 7 Ultimate
  • Windows 7 Ultimate E
  • Windows 7 Professional
  • Windows 7 Professional E
Supported operating systems
উইন্ডোজ সেভেন
 কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো ও সুস্থ থাকুন ধ্যন্যবাদ।
Previous Post
Next Post

1 comment:

  1. আমার উইন্ডোস সেভেন এ স্কুলের প্রশ্ন দুই পেজের প্রিন্ড দিলে এক সাইডে একটু বেশ কম আসে। পেজ লেয়াউট ঠিক করার পর একই সমস্যা হয় অন্য কম্প্রিউটার থেকে প্রিন্ড দিলে প্রিন্ড ঠিক আসে এই সমস্যার সমাধান কী?

    ReplyDelete